News update
  • Flash floods kill more than 300 people in Afghanistan      |     
  • Road crashes claim 11 human lives in 7 dists     |     
  • Hundreds evacuated from Ukraine border after Russian offensive     |     
  • More than 200 dead in Afghanistan flash floods: UN     |     
  • Road crashes claim 8 human lives in 5 dists     |     

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2022-09-26, 11:43pm

image-59848-1664204254-0aa3ea3e3e3ab828803937e6f85fafb11664214203.jpg




বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের সহযোগিতায় রাজধানীর পর্যটন ভবন প্রাঙ্গণে এক সাইকেল র‌্যালীর আয়োজন করে।

প্রতি বছরের মতো এবারও পর্যটন দিবসের একদিন আগে পর্যটন ভবন প্রাঙ্গণে এই র‌্যালীর আয়োজন করা হয়। 

‘পর্যটনে নতুন ভাবনা’-এ শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালনের জন্য গৃহীত কর্মসূচির মধ্যে সাইকেল র‌্যালী অন্যতম।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পর্যটন) মো. অলিউল্লাহ।

বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়ক মো. আমিনুল ইসলাম টুববুস-এর নেতৃত্বে সাইকেল র‌্যালীতে দেশের বিভিন্ন জেলার ৫ শতাধিক ট্যুরিস্ট সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। 

র‌্যালিটি আগারগাঁও পর্যটন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ঘুরে পর্যটন ভবন এসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়। তথ্য সূত্র বাসস।