News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ, চলবে না জাহাজ

গ্রীণওয়াচ ডেক্স পর্যটন 2023-12-30, 8:14pm

sent-martin-20231230171740-f4f9379a1a91005c9ed01a1afe67c8f91703945644.jpg




আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৬ জানুয়ারি বিকেল থেকে ৩ দিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ থাকবে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এ সময় চলাচল নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের জাহাজ।

শনিবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন।

তিনি বলেন, নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ করতে ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে। একইভাবে ৬, ৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটেও সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সেন্টমার্টিন দ্বীপের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও।

জানা যায়, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে। টেকনাফের দমদমিয়া জেটি ঘাট হতে এসব জাহাজ সেন্টমার্টিন যাওয়া-আসা করে।

তবে ৩১ ডিসেম্বর হতে ইনানীতে নবনির্মিত নৌ-বাহিনীর জেটিঘাট দিয়ে পর্যটকবাহী বিলাসবহুল কর্ণফূলী জাহাজটি পরীক্ষামূলকভাবে সেন্টমার্টিন রওনা হবে বলে জানিয়েছেন জাহাজটির কক্সবাজারস্থ ইনচার্জ হোসাইনুল ইসলাম বাহাদুর। তথ্য সূত্র আরটিভি নিউজ।