ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো। এ জেলা জুড়ে প্রকৃতির বিভিন্ন নৈসর্গিক পর্যটকদের বাড়তি আকর্ষণ থাকে। উঁচু-নিচু টিলার ভাঁজে ভাঁজে সবুজের গালিচায় মোড়ানো চা বাগান। আছে পাহাড়ি ঝর্ণা। ঈদের টানা ছুটিতে হাজার হাজার পর্যটক আসবে বলে আশা সংশ্লিষ্টদের।
হাওড়, পাহাড় টিলাবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মৌলভীবাজার। এই জেলায় রয়েছে দৃষ্টিনন্দন শতাধিক দর্শনীয় স্থান। এদের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও রয়েছে সবুজঘেরা অসংখ্য চা বাগান আর পাহাড়ি ঝর্ণা। প্রকৃতির সান্নিধ্য পেতে ঈদের ছুটিতে এ জেলার পর্যটন কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। তাদের জন্য নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে হোটেল-মোটেল ও রিসোর্টগুলো।
জেলায় প্রায় দেড় শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজে ইতোমধ্যে ৭০ শতাংশ বুকিং শেষ। এবারের ঈদের লম্বা ছুটিতে ভালো ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেছেন মৌলভীবাজারে দর্শনীয় স্থানগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে জন্য প্রশাসন পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্নে করতে এবং নিরাপত্তায় সব ব্যবস্থা নিয়েছে। জেলা পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশও সার্বক্ষনিক কাজ করবে বলে জানিয়েছেন তিনি। বৈশাখী সংবাদ।