News update
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

টয়লেটের ফ্লাশ বিকল, ১ ঘণ্টা উড়ে ফিরল বিমানের আবুধাবিগামী ফ্লাইট

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2025-08-08, 4:53pm

5957d6ad2b4ae99c1170f39204080d0d75373d305ab7a311-71f00d56e25c3608022faf2ee50ec29d1754650411.jpg




এবার টয়লেটের ফ্লাশ কাজ না করায় মধ্যরাতে ওড়ার এক ঘণ্টা পরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে বাংলাদেশ বিমানের আবুধাবিগামী একটি ফ্লাইট।

বৃহস্পতিবার দিবাগত রাত (৮ আগস্ট) ১২টা ২৩ মিনিটে উড্ডয়ন করে উড়োজাহাজটি।

বিমানবন্দর সূত্র জানায়, বিজি-৩২৭ ফ্লাইটটিকে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ফিরে আসতে হয় শাহজালাল বিমানবন্দরে। একই সঙ্গে উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ কাজ না করায় অস্বস্তিতে পড়েন যাত্রীরা। এমন পরিস্থিতিতে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।

পরে রাত ১টা ৩১ মিনিটে অবতরণ করে বিমানটি। রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়। বিকল্প উড়োজাহাজটি শুক্রবার সকাল সাড়ে ১১টায় ব্যাংকক যাবার কথা থাকলেও প্রায় ৬ ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টায় যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান।