News update
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     

কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

পানি 2023-03-14, 10:13pm

international-rivers-day-observed-in-kalapara-on-tuesday-march-14-2023-92ec6fbdc186a2de6f6f9561f26e20de1678810435.jpg

International Rivers Day observed in Kalapara on Tuesday, March 14, 2023.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৩ পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় এদিবস উপলক্ষে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, কলাপাড়া প্রেসক্লাব ও আমরা কলাপাড়া বাসী সংগঠন যৌথভাবে এ কর্মসূচি পালন করে। 

আন্ধার মানিক নদীর দখল-দূষণ প্রতিরোধে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাপা কলাপাড়া আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মনোয়ারা বেগম, আলহাজ অ্যাডভোকেট একেএম দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, বাপা সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, পরিবেশ কর্মী কামাল হাসান রনি, মো: আল ইমরান প্রমূখ।  - গোফরান পলাশ