News update
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     

কলাপাড়ায় বিশুদ্ধ পানি সুবিধা পেল দেড় হাজার গ্রামবাসী

পানি 2024-05-15, 11:54pm

1500-kalapara-villagers-get-drinking-water-supply-ab7dc8efcd16c9ab257983ed566c8f6a1715795661.jpg

1500 Kalapara villagers get drinking water supply.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের দেড় হাজার গ্রামবাসী পেল বিশুদ্ধ পানি সুবিধা। বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস, বাংলাদেশ মহিপুর ইউনিয়নের বিপিনপুর বাইতুন নূর জামে মসজিদের পাশে একটি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করে। বুধবার এটি উদ্বোধন করা হয়।

সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, গুড নেইবারস বাংলাদেশ-এর এন এ্যাণ্ড ই ডিরেক্টর আনন্দ কুমার দাশ, অ্যাডুকেশন এণ্ড হেলথ ইউনিট প্রধান রাজিয়া সুলতানা, সিনিয়র অফিসার জোসেফ সিদ্দিকী সিয়াফ, ইউপি চেয়ারম্যান মো.ফজলু গাজী প্রমূখ। 

এনজিও সূত্র জানায়, পরিশোধন প্ল্যান্টটির আওতায় ৭ টি পানি সংগ্রহের স্থান থেকে নিরাপদ ও সুপেয় পানি পাবে সুবিধাভোগী প্রায় দেড় হাজার গ্রামবাসী, যারা আগে বিভিন্নভাবে পানির সংকটে ভুগেছেন।

সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি গ্রহণ করছি। - গোফরান পলাশ