News update
  • Chuadanga witnesses season’s highest temperature at 42.7°C     |     
  • Dhaka, Bangkok to work together to deal with Rohingya issue: FM     |     
  • Dhaka, Bangkok ink five bilateral documents     |     
  • Bangladeshi youth shot dead by Indian BSF in Lalmonirhat     |     
  • Pro-Palestinian US campus protests grow as police crack down     |     

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন আইজিপি

পুলিশ 2023-03-15, 9:20pm

img-20230315-wa0000-c8e0beeb90d35427b15a5013786f72ae1678893687.jpg

The IG of Police inspected police activities in Kuakata on Wednesday.



পটুয়াখালী: কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম বার, পিপিএম। 

আজ বুধবার (১৫ মার্চ) সকালে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের কার্যক্রম পরিদর্শনে আসেন আইজিপি।এ সময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কে ফুলেল শুভেচ্ছা জানান ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. মোঃ আশরাফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ। এসময় বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী ও আইজিপির সহধর্মিণী ডা: তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে আইজিপি ও তাহার সহধর্মিণী  কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় সূর্যাস্ত, প্রকৃতি ও পরিবেশ উপভোগ করেন এবং আগত পর্যটকদের সাথে কথা বলেন। এসময় আইজিপি'কে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। আইজিপি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সমুদ্র সৈকতের হেল্পডেস্ক এর আধুনিকায়ন পরিদর্শন করেন এবং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করতে বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশ প্রধান মোঃ হাবিবুর রহমান,বিপিএম বার,পিপিএম বার,বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান,অতিরিক্ত ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার

নাদিয়া ফারজানা।এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী সহ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন ও জোনের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ