News update
  • US May Ease Tariffs Further as Trade Gap Narrows     |     
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     

সুসজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবল মানিকের জাঁকজমকপূর্ণ বিদায়

পুলিশ 2024-06-25, 10:06pm

police-constable-manik-hossain-was-accorded-a-ceremonial-farewell-on-his-retirement-from-kafrul-thana-of-dhaka-metropolitan-police-on-tuesday-25-june-2024-e204dfa64e88ca06e2f0bf6ad5dd99be1719331591.jpeg

Police constable Manik Hossain was accorded a ceremonial farewell on his retirement from Kafrul Thana of Dhaka Metropolitan Police on Tuesday 25 June 2024.



পুলিশ সদস্য মানিক হোসেন। রাজধানীর কাফরুল থানার কনস্টেবল। দীর্ঘ ৩৯ বছরের পুলিশি কর্মজীবন শেষ করলেন সোমবার। দিনটি স্মরণীয় করে রাখতে তার সহকর্মীদের কমতি ছিল না। জাঁকজমকপূর্ণ এক আয়োজনে এই পুলিশ সদস্যকে বিদায় দিয়েছেন ডিএমপির কাফরুল থানা পুলিশ। ব্যতিক্রমী বিদায়ে খুবই খুশী পুলিশ কনস্টেবল মানিক হোসেনও।

থানা পুলিশ জানিয়েছে, সোমবার পুলিশ সদস্য মানিক হোসেন চাকরি থেকে অবসরে গেছেন। তার এই অবসর দিনকে স্মরণীয় করে রাখতে দুপুরে তাকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, ‘তিনি (মানিক) আমাদের পরিবারের একজন সদস্য ছিলেন। আজকে তার বিদায় হলো। চাকরি ক্ষেত্রে অনেক সময় অনেককে যেতে দিতে না চাইলেও যেতে দিতে হয়। তবে আমরা কাফরুল থানা পুলিশ তাকে মনে রাখবো। তিনি আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। পরের জীবন তার ভালো কাটবে এই কামনা করি।’

বিদায়ী পুলিশ সদস্য মানিক বলেন, ‘আমাকে যেভাবে বিদায় জানানো হলো— এটি আমি সারাজীবন মনে রাখবো। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের কাফরুল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম স্যারের প্রতি। স্যার খুব ভালো মানুষ।’