News update
  • Bangladesh bourses slump on week’s final day     |     
  • Bangladesh Bank buys $2.08 bn from banks to stabilise market     |     
  • ‘Return Islamic Bank shares to true owners': Business Forum     |     
  • Israel, Gaza Celebrate Ceasefire; Hostages May Go Free     |     
  • Wealthy Nations Urged to Reduce Climate Debt Burden     |     

হারুন-বিপ্লবসহ ডিএমপির ৬ কর্মকর্তা বদলি

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2024-08-01, 1:18am

7745992b39fc0b04ba4a045203f16bc602db68dc6eb57a14-1-b84c616f7887e07dcdcb6ca70bc37b511722453530.jpg




ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিভিন্ন পদে ব্যাপক রদবদল হয়েছে।

বুধবার (৩১ জুলাই) রাতে এক অফিস আদেশে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান জানান, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন হয়েছেন। তার স্থলে অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে জানানো হয়, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে প্রশাসন এবং গোয়েন্দা (ডিবি) দক্ষিণের দায়িত্ব দেয়া হয়েছে। আর প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তরের দায়িত্ব দেয়া হয়েছে।

আর গোয়েন্দা উত্তরের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার (অপারেশন্স) হিসেবে বিপ্লব সরকারের স্থলাভিষিক্ত করা হয়েছে।

ডিএমপির ছয়জন অতিরিক্ত কমিশনারের (ডিআইজি পদমর্যাদার) মধ্যে হারুন সর্বকনিষ্ঠ। অন্য পাঁচজনের মধ্যে তিনজন বিসিএস ১৭ ব্যাচের ও দুইজন বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা। হারুন ২০তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে নিয়োগ পান।

ডিএমপিতে যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা) আছেন ১৬ জন। এর মধ্যে বিসিএস ২০ ব্যাচের দুইজন, ২১ ব্যাচের তিনজন, ২২ ব্যাচের পাঁচজন ও ২৪ ব্যাচের ছয়জন কর্মকর্তা রয়েছেন। বিপ্লব কুমার সরকার বিসিএস ২১ ব্যাচের কর্মকর্তা। সময় সংবাদ