News update
  • St Martin’s reopens, but no ships sail as overnight stays banned     |     
  • Chief Adviser directs armed forces to prepare for election security     |     
  • After rain ‘Moderate’ air quality recorded in Dhaka on Sunday     |     
  • Dealers blamed for artificial fertiliser shortage in Rangpur     |     
  • At Least 50 Dead as Caribbean Recovers from Hurricane Melissa     |     

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদে নামছেন তারকারা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-08-01, 1:26am

img_20240801_012420-d048f19bfdba32726eed3f5fc21d4e4d1722453998.jpg




শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের ওপর সকল অত্যাচার ও হয়রানির প্রতিবাদে মাঠে নামবেন তারকারা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায়, জাতীয় সংসদ ভবনের সামনে বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-ব্যানারে প্রতিবাদে নামবেন তারা।

তাদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার হয়রানির প্রতিবাদে এবং সকল হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণ-গ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে যাচ্ছি। অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার ও হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার হয়রানি বন্ধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেই ন্যায্যতা, সমতা ও মানবিক মর্যাদার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ঘটেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, সেই বাংলাদেশের নাগরিক হিসেবে নিরাপত্তা ও ন্যায়বিচার আমাদের সাংবিধানিক অধিকার। ভয়হীন-ন্যায্য-মানবিক মর্যাদার বাংলাদেশ চাই।

শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদে নামছেন— আকরাম খান, মোস্তফা সরওয়ার ফারুকী, নূরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, ধ্রুব হাসান, আজমেরী হক বাধন, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, নুসরাত ইমরোজ তিশা, তানজিম ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিক আমিন, তাসনিয়া ফারিণ, হুমাইরা বিলকিস, শিবু কুমার শীল প্রমুখ। আরটিভি নিউজ।