News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

নিরপরাধ ব্যক্তিকে’ গ্রেফতারের চেষ্টা, ৬ পুলিশকে অবরুদ্ধ

গ্রীণওয়াচ ডেস্ক পুলিশ 2025-11-21, 8:26am

99f7c1463052e0c15d7b2e14392ddd90231fd14043fea30e-ced011dd714e4b2593f86f520a53ff4f1763692001.jpg




চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযানে গিয়ে ‘নিরপরাধ ব্যক্তিকে থাপ্পড় মারা ও হ্যান্ডকাপ পরানোর' অভিযোগে একজন এসআইসহ ৬ পুলিশকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নাচোল উপজেলার হাঁকরইল গ্রামে এ ঘটনা ঘটে। এক ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মধ্যস্থতায় অতিরিক্ত পুলিশসহ থানার ওসি গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নাচোল থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হাঁকরইলে মাদকবিরোধী অভিযানে যান। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি বাড়ি থেকে স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ উদ্ধার করেন তারা। তবে ওই ঘটনায় কাউকে আটক করতে পারেননি। অভিযান চলাকালে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও মজিবুর রহমান নামে একজনকে আটক করেন এবং ঘটনাস্থলে তাকে থাপ্পড় মারেন এসআই আতাউর রহমান। পরে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলেন। এ সময় গ্রামবাসী চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ সদস্যদের।

নাচোল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাদিকুল বলেন, ‘মজিবুর রহমান গ্রামের একজন সাধারণ কৃষক। তার সঙ্গে মাদকের কোনো সম্পৃক্ততাই নেই। অথচ তাকে গ্রেফতারের চেষ্টা এবং দুর্ব্যবহার করলে স্থানীয় লোকজন পুলিশকে অবরুদ্ধ করে। গ্রামের দুই শতাধিক মানুষ সেখানে উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।’

ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম বলেন, ‘কাউকে আটক করা বা হ্যান্ডকাপ পরানোর আগে যাচাই-বাছাই করা উচিত ছিল পুলিশের। কিন্তু সেটা না করেই মজিবুরকে হ্যান্ডকাপ পরিয়ে আটকের চেষ্টা করা হচ্ছিল। এ সময় গ্রামের লোকজন প্রতিবাদ করে। গ্রামের লোকজনের দাবি প্রকৃত মাদকসেবীদের ধরুক পুলিশ। কিন্তু নিরপরাধ মানুষের যেন হয়রানি না হয়।’

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘পুলিশকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, বিষয়টি এমন নয়। মাদক উদ্ধারে গিয়ে একজনকে আটক করে পুলিশ। কিন্তু স্থানীয়রা পুলিশকে জানায়, ওই ব্যক্তি নিরপরাধ। মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। তাই তখন তাকে ছেড়ে দিয়ে চলে আসে পুলিশ সদস্যরা।’