গ্রিস উপকূলে ঝড়ের মধ্যে ৬৮ জন অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখনও বহু লোক নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১ নভেম্বর) স্থানীয় সময় ভোরে গ্রিসের ইভিয়া উপকূলে এ ঘটনা ঘটে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি ছোট দ্বীপ থেকে নয়জন ইরানি ও আফগান অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তারা বলেছেন, নৌকাটি ৬৮ জন আরোহী নিয়ে তুরস্কের ইজমির থেকে ছেড়েছিল। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
কোস্টগার্ডের একটি জাহাজ, একটি হেলিকপ্টার এবং ঘটনাস্থলের কাছে থাকা দুটি নৌকা ঝোড়ো হাওয়ার মধ্যেই উদ্ধারকাজ শুরু করে। নিখোঁজদের উদ্ধার অভিযান এখনও চলছে।
এর আগে, অক্টোবরের শুরুতে এজিয়ান সাগরে পৃথক দুটি নৌকাডুবিতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।