News update
  • DSE turnover dips 18% despite weekly gains in key indices     |     
  • 65 Nations Sign UN Treaty to Combat Cybercrime Globally     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     
  • Teesta activists announce ‘Silent Rangpur’ campaign in 5 districts     |     

১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-03-02, 9:45pm

resize-350x230x0x0-image-214258-1677755019-078636eb0de02bcdc7a773cc8ff402d31677771958.jpg




চলতি মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। এ সময়ে ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনা করবে দেশটি।

বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন। এরই প্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনা করবে।

সেহেলী সাবরিন জানান, ওই সময়ে রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় তিন মাস অবস্থান করেছিলেন। সে সময় প্রায় ৫ হাজার ৪০০ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল দেশটি। তথ্য সূত্র আরটিভি নিউজ।