News update
  • Govt Officials Barred From Backing ‘Yes’ or ‘No’ in Vote     |     
  • Iran dismisses Trump’s threats, vows swift response to any US attack     |     
  • Student-led shrimp farming sparks rural aquaculture boom in Naogaon     |     
  • Bangladesh Sets Path for Sustainable Farming by 2050     |     
  • Child rescued from deep tube-well hole in Ctg dies     |     

বাংলাদেশ-কাজাখস্তান ভিসা অব্যাহতি চুক্তি সই

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2023-09-23, 12:57pm

resize-350x230x0x0-image-240981-1695448732-3ef7ec5e549f05a52cb423f64acf17711695452261.jpg




ডিপ্লোম্যাটিক ও সার্ভিসঅফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিদের ক্ষেত্রে ভিসা অব্যাহতি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত করেছে বাংলাদেশ-কাজাখস্তান।

নিউইয়র্কস্থ জাতিসংঘে কাজাখস্তানের স্থায়ী মিশনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুরাত নার্তলেউর মধ্যে এ চুক্তিতে স্বাক্ষর হয়।

এই চুক্তি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উভয় মন্ত্রী।

এ ছাড়া দুই মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন আব্দুল মোমেন।

তিনি বলেন, গত ১৪ বছর ধরে বাংলাদেশে স্থিতিশীলতা থাকায় জিডিপির ধারাবাহিক প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। কৃষি, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে।

কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছে।

অন্যান্য দেশের সঙ্গে কানেক্টিভিটির এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য প্রসারে কাজাখস্তানের আগ্রহের কথা জানান মুরাত নার্তলেউ। তথ্য সূত্র আরটিভি নিউজ।