News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

কলকাতায় বিজয় দিবসে ৩৬ জন মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ ভারতের

গ্রীণওয়াচ ডেক্স প্রবাস 2023-12-13, 10:11am

image-117982-1702395244-77f26228372d9ea6fa955f0b35591e091702440669.jpg




ভারত সরকার ছয় দিনব্যাপী বার্ষিক বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদানের জন্য ৩০ জন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত ছয়জন কর্মকর্তাকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয়  সেনাবাহিনী কলকাতার ফোর্ট উইলিয়ামে ১৪-১৯ ডিসেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠেয় এই বার্ষিক কর্মসূচিতে তাদের আমন্ত্রণ জানিয়েছে।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মমিন উল্লাহ পাটোয়ারী, মেজর জেনারেল বীর উত্তম হারুন আহমদে চৌধুরী (অব.), ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ব্রিগেডিয়ার জেনারেল বীর বিক্রম গিয়াসউদ্দিন এ চৌধুরী (অব.), পুলিশের ডিআইজি (অব.) কাজী জয়নুল আবেদীন, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এম খলিলুর রহমান (অব.) এবং সৃজনশীল প্রকাশক মিলন কান্তি নাথ।

সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন তাদের ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা থেকে ঢাকায় ফেরার জন্য যাবতীয় ব্যবস্থা করবে এবং কলকাতায় অবস্থানকালে আতিথেয়তা প্রদান করবে। বাসস