News update
  • Boy stabbed dead in teen gang attack in Ctg     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     
  • Writ seeks inquiry of Ex-land minister's property in UK     |     
  • UN to vote on resolution that would grant Palestine new rights     |     

বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-03-25, 6:20am

lsdjfaoafopios-fe595c35156110c86484c4046e0b75d91711326298.jpg




দেশে এক বছরের ব্যবধানে বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে ২ দশমিক ১৭ শতাংশ।

রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বিদেশে যাওয়া অথবা আন্তর্জাতিক অভিগমনের হার ৮ দশমিক ৭৮ শতাংশ। যা ২০২২ সালে ছিল ৬ দশমিক ৬১ শতাংশ। সেই হিসেবে মাত্র এক বছরের ব্যবধানে বিদেশে যাওয়ার প্রবণতা ২ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।

বিদেশে যাওয়ার এই হার ২০২১ সালে ছিল ৩ দশমিক শূন্য ৪ শতাংশ। আর এই হার ২০২০ সালে এক দশমিক ৫৯ শতাংশ এবং ২০১৯ সালে ২ দশমিক ৯৪ শতাংশ ছিল।

এ ছাড়া ২০২৩ সালে পুরুষদের বিদেশ যাওয়ার হার ১৬ দশমিক ৩৯ শতাংশ। আর নারীদের বিদেশে যাওয়ার হার এক দশমিক ৪৪ শতাংশ। পাশাপাশি ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আগমনের হার শূন্য দশমিক ৬০ শতাংশ কমেছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।