News update
  • Ananda Shobhajatra Marks Pahela Baishakh at DU     |     
  • Nuclear fusion record brings dream of clean energy closer     |     
  • Pahela Baishakh being celebrated amid Festivities     |     
  • Pahela Baishakh Monday     |     
  • China to Gift 1,000-Bed Hospital to Rangpur     |     

ভিসা পরিবর্তনের সুযোগ কাজে লাগাচ্ছেন কুয়েত প্রবাসীরা

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-08-15, 10:58am

errtwtwe-b09105296a0f68f78510f21b9e4f0f7d1723697898.jpg




কুয়েত প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ শেষ হতে যাচ্ছে ১২ সেপ্টেম্বর। এরপর আর ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় কুয়েতে থাকা প্রবাসীরা অন্য কাজে যোগ দিতে পারবেন না।

সম্প্রতি কুয়েত সরকার ২০ নম্বর খাদেম ভিসাধারীদের ওপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে নেয়। প্রবাসীদের ১৮ নম্বর শোন ভিসা দেয়ার ঘোষণা দেয়া হয়। ১৪ জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ 

কিছু শর্ত মেনে এই সময়ের মধ্যে কুয়েতের স্থানীয়দের বাসা বাড়িতে কর্মরত কেয়ারটেকার, ড্রাইভারসহ যেকোন গৃহকর্মী ব্যক্তি মালিকানায় ২০ নম্বর আকামাধারী প্রবাসী শ্রমিক এই সুযোগটি কাজে লাগাচ্ছেন।

অনেকে এরই মধ্যে অদক্ষ থেকে হয়ে উঠেছেন দক্ষ। তবে কুয়েত সরকারের বেঁধে দেয়া সময়ের পর আর খাদেম ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা। তাই অনেকেই শেষ মুহূর্তে পরিবর্তন করছেন ভিসা।

এতদিন খাদেম ফ্রি নামক ভিসা নিয়ে কুয়েতে এসে মানবেতর জীবন যাপন করতেন অনেক প্রবাসী। অনেকে আবার আইনের চোখ ফাঁকি দিয়েই দিনের পর দিন কাজ করছেন বিভিন্ন খাতে।

বর্তমান মালিকের কাছে আকামা এক বছর পূর্ণ হওয়া প্রবাসীরাই শর্ত সাপেক্ষে খাদেম থেকে শোন আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসীর নিজ পছন্দমতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ হচ্ছে। সময় সংবাদ