News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

মালয়েশিয়ায় বৈধকরণ কর্মসূচির মেয়াদ বাড়াতে আবেদন

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-09-27, 7:28pm

fsdfdsfsd-83bec07142435dc3a07016c66b68232b1727443694.jpg




মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব চলতি বছরের ৩১ মার্চ শেষ হলেও পুনরায় এই কর্মসূচির সময়সীমা বাড়ানোর জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন অন্তত চার শতাধিক নিয়োগকর্তা।

নিয়োগকর্তাদের প্রতিনিধি শাহ পুত্র মারওয়ান বলেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই আরটিকে ২.০ প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ায় দেশে অনিবন্ধিত অভিবাসীর সংখ্যায় এখনও বিদ্যমান রয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ১০০ জন নিয়োগকর্তার উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ সমাবেশে গণমাধ্যমে এসব কথা বলেন মারওয়ান।

এসময় তিনি বলেন, বৈধকরণ প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ায় দেশটির নির্মাণ, বৃক্ষরোপণ, উৎপাদন এবং পরিষেবা খাতে বৈধ বিদেশি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। পুনরায় আরটিকে ২.০ প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব চালু করা না হলে এসব খাতে লোকসানের আশঙ্কায় রয়েছেন এসব নিয়োগকর্তারা। 

আরটিকে কর্মসূচির মাধ্যমে আইন মেনে চলার পদক্ষেপ নিলেও নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া প্রায় পাঁচ হাজার বিদেশি কর্মী এখন আটক হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

তিনি আরও দাবি করেন, কিছু সংখক নিয়োগকর্তা ইতিমধ্যে বিদেশি শ্রমিকদের মেডিকেল পরীক্ষা পর্যবেক্ষণ সংস্থা (ফোমেমা) এবং বীমার মতো লেভি এবং অন্যান্য ফি প্রদান করেছেন, তবে সিস্টেমটি আর কার্যকর না হওয়ায় অর্থ প্রদান সম্পূর্ণ করতে পারছেন না অনেক নিয়োগকর্তা। 

ফলে আরটিকে ২.০ কর্মসূচি পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি জমা দেয়া হয়েছে বলে জানান সিয়াহ পুত্রা। স্মারকলিপিটি গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব নোরহায়াতি আবদ মানাফ। সময় সংবাদ