News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের নিরাপদে যাওয়ার পরামর্শ

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-09-28, 11:10am

03a2fd60134116042dee7ade4eb8432df8f98d8cca3b7619-1-8cfa83773caccc4ac7d24c4823e64c8e1727500233.jpg




লেবাননে চলমান ইসরাইলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়।

এতে বলা হয়, গত এক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান হামলা চলছে। এ অবস্থায় দাহি ও নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক। যেসব বাংলাদেশি প্রবাসী এখনও ওইসব এলাকায় বসবাস করছেন, তাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে। বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় তাদের অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হলো।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং beirut.mission@mofa.gov.bd এই ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।