News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

মালয়েশিয়ায় পাসপোর্ট ও কনস্যুলার সেবার ব্যাপারে নতুন সিদ্ধান্ত

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-12-26, 10:41pm

7edb30d6bb6c6bae882ad828bbaeeef0043a33632975846f-9dac0644292efd51d453cf1e40e24ad41735231360.jpg




মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি এবার দেশটির পেরাক ও জোহর প্রদেশে ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনস্যুলার সার্ভিস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সেলর টিমের অস্থায়ী কার্যালয় ইপোহ ও জোহর বাহরু থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবা গ্রহণ করার জন্য আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে। 

আগামী শনিবার (৪ জানুয়ারি) ও রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইপোহ-এর পেরাক দারুল রিজওয়ানের জালান রাজা ওমর সিতিওয়াংশা শাখার সিবিএল মানি ট্রান্সফার অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন বাংলাদেশিরা। এজন্য আগামী ১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

এছাড়া, আগামী ১১ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জোহর বাহরুর অগ্রণী রেমিট্যান্স হাউজ অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণ করা যাবে। এজন্য তাদের ৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অনলাইনে https://appointment.bdhckl.gov.bd/other এই ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসটিও একইসঙ্গে চালু থাকবে। তবে কাউকে একইসঙ্গে ডাকযোগে এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

কাউন্সেলর টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লেখিত সময়, স্থান ও তারিখে ই-পাসপোর্টের জন্য আবেদনপত্র দাখিল করা যাবে। ই-পাসপোর্ট আবেদনপত্র দাখিলের জন্য ‘এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি’ (ইএসকেএল) এর হেল্পলাইন নম্বর ০৩-৯২১২০২৬৭ এ কল করে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।

কনস্যুলার সার্ভিসে যা যা থাকছে: পাসপোর্টে তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, পাসপোর্টের ফটোকপি সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন, ট্রান্সফার অব রেসিডেন্স বা দেশ ত্যাগের/পরিবর্তনের প্রত্যয়ন পত্র, একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন এবং প্রত্যয়নপত্র, আম-মোক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নি, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন, মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়ন- সমস্ত রকমের কাগজপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে অত্র কন্স্যুলার টিমের কাছে জমা করতে হবে। এছাড়া বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ ও প্রবাসী স্কিম খোলার ব্যাপারে উদ্বুদ্ধকরণ ও গণশুনানিও এই সার্ভিসে থাকছে। সময়।