News update
  • 214 model mosques to be built at Upazila level: Adviser     |     
  • Stock markets see record turnover despite index fall     |     
  • Clashes at Kuet over banning student politics; BGB deployed     |     
  • 3 top Chinese hospitals marked to receive BD patients: Envoy     |     
  • India’s unneighbourly water policy, unequal deals decried     |     

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৫ বাংলাদেশি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-02-13, 11:14am

3532424213-daac9b6de15e45cb57fbd91ad3a81b791739423655.jpg




লিবিয়ার বেনগাজি গানফুদা ডিটেনশন সেন্টারে আটকে পড়া ১৪৫ বাংলাদেশি ফিরেছেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। 

দেশে ফিরে আসাদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে লিবিয়ায় গিয়েছিলেন। এদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা‌য়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। 

প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা অভ্যর্থনা জানান।

আইএমও’র পক্ষ থেকে লিবিয়া থেকে  প্রত্যাবাসন করা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।আরটিভি