News update
  • Bangladesh's capital market shows sign of rebounding     |     
  • Record No of first-time voters to vote, AL can’t participate: Yunus     |     
  • Morsalin’s goal marks Hamza Era's first win over India after 22 years     |     
  • Writ against merger of 5 banks filed with HC     |     
  • Bangladesh End 22-Year Wait with Win Over India     |     

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-08-09, 2:42pm

b796de5db3e9cab8264a757dd032b2e612cb13966c0a1cda-53d9c7efd7b0f5a9068a59d2e36d753f1754728937.jpg




বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা চালু করেছে মালয়েশিয়া সরকার। শুক্রবার (৮ আগস্ট) থেকেই এই সুবিধা চালু হয়েছে।

এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) ও সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি কর্মীদের আলাদাভাবে এমইভির জন্য আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশপথে স্বয়ংক্রিয়ভাবে এমইভি ইস্যু করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এমইভি সুবিধা বৈধ পিএলকেএস ধারকদের জন্য। আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ এটি সমন্বয় করবে। আগামী বছরের জন্য পিএলকেএস বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এমইভি দেয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এটি দেশের ভেতরে এবং বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বাড়াবে। এছাড়া ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁকি কমাবে। বিভিন্ন দেশে থাকা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের জন্য ভিড় কমাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জন্য এমইভি সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিল। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।

 সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে