News update
  • Hamas calls for swift hostage-prisoner swap as talks set to begin     |     
  • Leadership vacuum cripples primary education in Sonargaon     |     
  • Tornado destroys over 500 houses in Nilphamari, injures 30     |     
  • Reflecting on Climate Week NYC 2025: Collaborating to Scale Impact     |     
  • Former AL MP BM Mozammel Haque arrested in Dhaka     |     

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের অভাবনীয় সাফল্য

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-08-28, 8:08am

b45fd2b7c82e5ad9e3ab959f6488f0127b5bb942d7f9323f-ec1d7fde652b2d2382d759e96e664d131756346937.jpg




ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পড়ালেখা করে ‘ও লেভেল’ পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে ইতালিতে বসবাসরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা। এতে নতুন প্রজন্মের জন্য উন্মোচিত হয়েছে উচ্চশিক্ষার দ্বার। উত্তীর্ণ শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে বিশ্বের ১১৮টি বিশ্ববিদ্যালয়ে।

১৯৯০ সাল থেকে ইতালির রোমে বাংলাদেশিদের বসবাস শুরু। সে সময় থেকে দেশটিতে বড় হওয়া বাংলাদেশি শিশু-কিশোরদের ইতালীয় ছাড়া অন্য ভাষায় পড়াশোনা করার সুযোগ ছিল না। বিশেষ করে ইংরেজি মাধ্যমে পড়ার ইচ্ছা ছিল দিবাস্বপ্ন। বাধ্য হয়েই ইতালীয় ভাষায় পড়াশোনা করতে হয়েছে বাংলাদেশি ছেলেমেয়েদের।

সময়ের ব্যবধানে রাজধানী রোমে বাংলাদেশি মালিকানায় গড়ে ওঠে ইংরেজি মাধ্যমের স্কুল। দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর (২০২৫ সালে) ‘ও লেভেল’ পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) উত্তীর্ণ এসব ছাত্র-ছাত্রীদের ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন বা আইজিসিএসই প্রদান করে স্কুল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও অভিভাবকরা।

ইতালির অন্যান্য ইংরেজি মাধ্যমের স্কুলে যেখানে বার্ষিক কমপক্ষে ১৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লক্ষ টাকা) প্রয়োজন, সেখানে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত স্কুলে বছরে মাত্র ৩ হাজার ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার লাখ টাকা) পড়াশুনার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।