News update
  • UN Launches $33 Billion Appeal to Aid 135 Million People     |     
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     

লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকায় আগুন, ৬১ জনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-09-18, 9:36am

60a3a1b5413080979752002858ceb175d24851c778f6a8e1-d694cd1820b735ebc716bb560413f8351758166599.jpg




লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকায় আগুনের ঘটনায় ৬১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত অন্তত ১৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইওএমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরার।

নৌকাটি গত রোববার (১৪ সেপ্টেম্বর) সুদান থেকে রওনা দেয় বলে জানায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থা। এ সময় নৌকাটিতে ৭৪ জন শরণার্থী ছিল। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) লিবিয়া উপকূলের কাছে নৌকাটিতে আগুন লাগে এবং ডুবে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) লিবিয়ায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানান, আগুন লেগে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মাত্র ১৩ জন বেঁচে গেছেন।

আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা না গেলেও ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটে। আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এটাই সর্বশেষ প্রাণঘাতী দুর্ঘটনা।

এর আগে গত মাসে ইয়েমেন উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ৬৮ জনের মৃত্যু হয়। আইওএমের তথ্য অনুযায়ী, গত বছর ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে কমপক্ষে ২ হাজার ৪৫২ জন অভিবাসী বা শরণার্থী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।