News update
  • Dhaka’s air quality recorded moderate Friday morning     |     
  • Nabaganga River erodes homesteads in Par Bishnupur, Narial      |     
  • Overnight rain floods Chattogram, causes traffic chaos     |     
  • Khagrachhari violence: 3 cases against 1, 000 unknown people     |     
  • Durga Puja ends today thru immersion of idol     |     

কুয়েতের গ্র্যান্ড মসজিদে বাংলাদেশের ক্যালিগ্রাফি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2025-10-03, 8:39am

5ce6cb0c1abf35f0a4e368fb660acb2c810a54ff62a0e7e3-4f3f5a7ab044ea96894a61ccdfe18c7f1759459169.jpg




কুয়েতের জাতীয় ও বিখ্যাত গ্র্যান্ড মসজিদের আর্ট গ্যালারিতে প্রথমবারের মতো স্থান পেলো বাংলাদেশের ক্যালিগ্রাফি শিল্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি শিল্পীর আঁকা দু’টি ক্যালিগ্রাফি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

ক্যালিগ্রাফি দু’টি গ্রহণ করেছেন গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষের প্রধান ড. বদর মা’জুন আল ঢাফিরি।

বিশ্বের অন্যতম বৃহৎ এই মসজিদের আর্ট গ্যালারিতে ইতোমধ্যেই কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, মিশর, তিউনিশিয়া, মরক্কো, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, চীন, স্পেন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশের ক্যালিগ্রাফি প্রদর্শিত হচ্ছে। 

কিন্তু বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিমপ্রধান দেশ বাংলাদেশকে এতদিন সেখানে প্রতিনিধিত্ব করতে দেখা যায়নি। এমন প্রেক্ষাপটে, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

তরুণ বাংলাদেশি শিল্পীর সৃষ্ট ক্যালিগ্রাফি গ্র্যান্ড মসজিদে প্রদর্শিত হওয়ার মাধ্যমে শুধু দেশের শিল্প-সংস্কৃতিই নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রবাসীরা বলছেন, কুয়েতের গ্র্যান্ড মসজিদের মতো মর্যাদাপূর্ণ স্থানে বাংলাদেশের ক্যালিগ্রাফি স্থান পাওয়া গৌরবের বিষয়। 

কুয়েতের সাংস্কৃতিক মহলে এই পদক্ষেপ ইতিবাচক সাড়া ফেলার পাশাপাশি বাংলাদেশের ক্যালিগ্রাফি শিল্প আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হওয়ার পথে এটি এক নতুন মাইলফলক বলে মনে করছেন অনেকে।