News update
  • Dhaka’s Per Capita Income Rises to USD 5,163     |     
  • DSE turnover dips 18% despite weekly gains in key indices     |     
  • 65 Nations Sign UN Treaty to Combat Cybercrime Globally     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     

আরব আমিরাতে আরও বাড়ল গোল্ডেন ভিসার সুযোগ

গালফ নিউজ প্রবাস 2025-10-24, 7:26pm

rewrfewrwqe324-f0761d5151aea7d04c11f9fab9f4a6801761312380.jpg




সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নতুন তিনটি ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা প্রোগ্রাম সম্প্রসারণ করেছে। দেশটি দীর্ঘমেয়াদী বসবাসের সুবিধা দিচ্ছে স্পেশালাইজড প্রফেশনাল ও হাই-নেট-ওরর্থ ব্যক্তিদের। 

প্রতিবেদনে বলা হয়, এই কৌশলগত ভিসা প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ব্যতিক্রমী প্রতিভাবান ব্যক্তিদের আকর্ষণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করা। সম্প্রসারিত সর্বশেষ ক্যাটাগরি তিনটি হলো:

১. অসাধারণ শিক্ষকের জন্য গোল্ডেন ভিসা

দুবাইয়ের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। কেএচইডিএ কর্তৃক প্রবর্তিত এই ভিসা শিক্ষকদের ১০ বছরের আবাসিক সুবিধা দেবে। নবায়নযোগ্য এই ভিসায় ভিসা প্রাপ্তদের পরিবারকেও স্পনসর করার সুবিধা থাকবে। শিক্ষকদের একাডেমিক কৃতিত্ব, শিক্ষায় উদ্ভাবন এবং প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের অবদান যাচাই করে যোগ্যতা নির্ধারণ করা হবে।

২. দুবাই গেমিং ভিসা

ই-স্পোর্টস খাত প্রসারের জন্য দুবাইতে চালু হলো ‘দুবাই গেমিং ভিসা’। ১০ বছরের মেয়াদের এই গোল্ডেন ভিসা গেমিং শিল্পে কর্মরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। প্রোগ্রামটি চালু করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

৩. বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য গোল্ডেন ভিসা

হাই-নেট-ওরর্থ ব্যক্তিদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য চালু হলো ‘আবুধাবি গোল্ডেন কোয়ে’ উদ্যোগ। বিলাসবহুল ইয়ট মালিকরা ১০ বছরের গোল্ডেন ভিসার জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন। প্রোগ্রামটি ডিসিটি আবুধাবি, বিনিয়োগ অফিস ও ইয়াস মেরিনার সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

গোল্ডেন ভিসা সম্প্রসারণের এই পদক্ষেপের মাধ্যমে ইউএই উদ্ভাবন ও বিনিয়োগকে উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিভা আকৃষ্ট করতে আগ্রহী।