News update
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     
  • DU Syndicate for renaming Sheikh Mujib Hall after Osman Hadi     |     

যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘খালেদা জিয়া স্ট্রিট’

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-01-08, 5:02pm

errwerewrwr-79b55524aecf033b0c04ab760387f91e1767870148.jpg




যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। সড়কটির নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া স্ট্রিট’।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভেরিফায়েড পেজ থেকে এ তথ্য জানানো হয়। 

পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। যার নাম- খালেদা জিয়া স্ট্রিট।’

এর আগে গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। ৩১ ডিসেম্বর দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে এই আপসহীন নেত্রীকে সমাহিত করা হয়।