News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

সরকারি কর্মকর্তাদের ‘বিশেষ সুবিধা’র গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

গ্রীণওয়াচ ডেস্ক প্রশাসন 2025-08-01, 7:57pm

govt-seal-22af636f61e9d183cf4f71acd6a248011754199365.jpg

Govt seal



সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘গ্রেড’ বলতে টাইম স্কেল-সিলেকশন গ্রেড-উচ্চতর গ্রেড প্রাপ্তিজনিত স্কেল বা গ্রেডের পরিবর্তে সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্টেনটিভ গ্রেড বোঝাবে।

বুধবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে এ নির্দেশনা জারি করে।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, অর্থ বিভাগের ৩ জুন ও ২৩ জুনের ১৬৫ নম্বর প্রজ্ঞাপনমূলে জারিকৃত ‘বিশেষ সুবিধা’ প্রদানের ক্ষেত্রে ‘গ্রেড’ বলতে টাইম স্কেল-সিলেকশন গ্রেড-উচ্চতর গ্রেড প্রাপ্তিজনিত স্কেল-গ্রেডের পরিবর্তে সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্টেনটিভ গ্রেড বোঝাবে।

এর আগে গত ২৩ জুন বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পৃথক প্রজ্ঞাপনে সামরিক ও বেসামরিক খাতের রাজস্বভুক্ত কর্মচারীদের জন্য ঘোষিত এই ‘বিশেষ সুবিধা’য় কাদের কত টাকা বাড়বে তা নির্ধারণ করে দেয়া হয়।