News update
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     
  • Tarique Rahman Leaves London for Bangladesh After 17 Years     |     
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     

বিশ্বকাপে হাইটেক অফসাইড প্রযুক্তি ব্যবহার করবে ফিফা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-07-04, 8:22pm




চলতি বছর কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে নির্ভুল অফসাইড নিরুপনের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্যবহার করা হবে লিম্ব-ট্র্যাকিং ক্যামেরা সিস্টেম।

ফিফা জানায়, সেমি-অটোমেশন অফসাইড টেকনোলজি (এসএওটি) স্থাপনের জন্য তারা প্রস্তুত। যেখানে খেলোয়াড়দের গতিবিধি ও সেন্সরকৃত বল শনাক্ত করার জন্য বিভিন্ন ধরেন ক্যমেরা ব্যবহার করা হবে। এতে বেশ দ্রুত ত্রিমাত্রিক চিত্র ফুটে উঠবে স্টেডিয়ামে স্থাপিত স্ক্রিনে। ফলে রেফারি যেমন সহজেই অফসাইডের সিদ্ধান্ত নিতে পারবেন, তেমনি সমর্থকরাও বিষয়টি অনুধাবন করতে পারবে।

এই নিয়ে টানা তিনটি বিশ্বকাপে রেফারিদের সহায়তার জন্য নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে ফিফা। ২০১০আসরে রেফারিং নিয়ে বিতর্ক দেখা দেয়ায় ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে যুক্ত হয়েছিল গোল লাইন প্রযুক্তি। আর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে যুক্ত হয় ভিডিও রিভিউ, যা গেম পরিবর্তনের ঘটনা পর্যালোচনা করে রেফারিকে রায় দিতে সাহায্য করে।

নতুন অফসাইড প্রযুক্তি পুর্বের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) তুলনায় আরো দ্রুত ও নিখুঁত সিদ্ধান্ত প্রদানে সহায়তা করবে। কারণ ২০১৮ বিশ্বকাপে অফসাইড দেয়ার সময় বড় ভুলগুলি এড়িয়ে গিয়েছিল। এর পর থেকে ইউরোপীয় লিগগুলোতে বিতর্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে যখন ভিএআর কর্মকর্তারা সুক্ষ নির্দেশনার জন্য খেলোয়াড়দের উপর অন স্ত্রিন লাইন টানেন। ফলে এদের ‘বগলের অফসাইড’ বলে উপহাস করা হয়।

তবে প্রাক প্রযুক্তির যুগ ২০০২ বিশ্বকাপ থেকে কাজ করা ফিফার রেফারিং কার্যক্রমের শির্ষ কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা বলেছেন,‘ এবারের যন্ত্রপাতিগুলো অপেক্ষাকৃত সুক্ষ এবং এর সঠিকতার উন্নয়ন ঘটানো হয়েছে।’

কাতারের প্রতিটি স্টেডিয়ামে প্রতি সেকেন্ডে ৫০ বার প্রত্যেক খেলোয়াড়ের শরীরের ২৯টি ডেটা পয়েন্ট ট্র্যাক করার জন্য ছাদের নীচে ১২টি ক্যামেরা সিংক্রোনাইজ করা হবে। যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একটি ত্রিমাত্রিক অফসাইড লাইন তৈরি করে ভিএআর কর্মকর্তাদের সতর্ক করবে। তথ্য সূত্র বাসস।