Ward no 5 won the Principal Fatema Aktar Football Tournament in Kalapara in a tie-breaker.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অধ্যক্ষ ফাতেমা আক্তার ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে লালুয়া এস কে জিবি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে লালুয়া ৬ নং ওয়ার্ড একাদশ ট্রাই বেকারে ৫ নং ওয়ার্ড একাদশকে হারিয়ে ৩-২ গোলে টুর্নামেন্ট বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে ১টি করে ১৭ ইঞ্চি রঙিন টিভি তুলে দেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, কলাপাড়া থানার ওসি মোঃ জসিম প্রমূখ।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১১টি দল অংশগ্রহণ করে। তৃতীয় হয়ে ট্রফি লাভ করেন ৩ নং ওয়ার্ড একাদশ। - গোফরান পলাশ