News update
  • US Ambassador visits Ctg Port to reinforce commercial coop     |     
  • Dhaka’s air remains ‘very unhealthy’, world's 3rd worst Tuesday     |     
  • US, Bangladesh explore expanding collaboration in energy sector     |     
  • Tarique wraps up 2nd phase of campaign with 6 rallies in 14 hrs     |     
  • Tigers return but deer on decline in Sundarbans     |     

২০২২ আসর শেষ ‘বিশ্বকাপ’ বললেন মেসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-10-07, 9:12pm




আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন আসন্ন কাতার আসরই  হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

গতকাল ইএসপিএন আর্জেন্টিনাকে ৩৫ বছর বয়সি এই মাহাতারকা বলেন,‘ এটি যে আমার শেষ বিশ্বকাপ সেটি ‘নিশ্চিত’। আমি শারিরিক ভাবে বেশ ভালো বোধ করছি।

এই বছর মৌসুম পূর্ব সেশনটিও বেশ ভালো কেটেছে। যেটি আগের বছর আমি কাটাতে পারিনি। মনের প্রশান্তি ও আশার স্বপ্ন বুননের জন্য নিজের অবস্থান জানা বেশ জরুরি ছিল।’

ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ আসর খেলতে যাওয়া মেসি তার আন্তর্জাতিক খেলার সুচনা করেছিলেন ২০০৫ সালে। এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৬৫টি ম্যাচে অংশ নিয়ে ৯০টি গোল করেছেন।  যা  দেশটির হয়ে  এখনো পর্যন্ত কোন খেলোয়াড়ের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড।

প্যারিসে বসে দেয়া ওই সাক্ষৎকারে মেসি স্বীকার করেছেন যে এই টুর্নামেন্টটি নিয়ে তিনি কিছুটা চাপে ভুগছেন। বলেন,‘ বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা ও চাপ আছে। টুর্নামেন্ট শুরুর জন্য আমার যেন আর তর সইছে না।’

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে বদলী হিসেবে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল  মেসির। কিন্তু দুই মিনিট পরেই লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তবে অচিরেই জাতীয় দলে নিজের অবস্থান সংহত করেন মেসি।এবং ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলতে জাতীয় দলের সঙ্গে জার্মানি সফর করেন।

এরপর তিনি ২০১০ সালের দক্ষিন আফ্রিকা এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে অংশ নেন। ব্রাজিলে তার দল ফাইনাল খেলেছে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন লিওনেল মেসি।

কোচ লিওনেল স্কালোনির তত্বাবধানে বর্তমান আর্জেন্টাইন দলটি টানা ৩৫ ম্যাচে অপরাজিত রয়েছে। যে কারণে বিশ্বকাপ পুর্ব পর্যালোচনায় ফেভারিটের তালিকায় রয়েছে তারা। মেসি বলেন,‘ আমরা একটি ভালো অবস্থানে পৌঁছেছি। এটি খুবই সুসজ্জিত ও শক্তিশালী দল। তবে যে কোন কিছুই ঘটতে পারে। প্রতিটি ম্যাচই বেশ কঠিন। ফেভারিটরা সব সময় শিরোপা জিততে পারেনা বা প্রত্যাশা পূরণ করতে পারে না।’

আর্জেন্টাইন অধিনায়ক বলেন,‘ অতীত ইতিহাসের কারণে আর্জেন্টিনা সবসময় টুর্নামেন্টের ফেভারিটের তালিকাতেই থাকে। তবে এতে কিইবা হয়েছে। আসরে শুধু আর্জেন্টিনা ফেভারিট তা নয়। ফেভারিটের তালিকায় থাকা অন্য দলগুলো আমাদের চেয়েও এগিয়ে থাকতে পারে।’

শেষ সুযোগ:

তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয় করতে কাতার যাচ্ছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালে প্রথম বিশ্বকাপের শিরোপা জয় করেছিল দক্ষিণ আমেরিকার  দেশ আর্জেন্টিনা। আগামী ২২ নভেম্বর লুসাইলে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপ থেকে পরে তাদের লড়তে হবে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।

বিশ্বসেরা মেসি আন্তর্জাতিক মঞ্চে  বারবার আর্জেন্টাইন আইকন দিয়াগো ম্যারাডোনাকে অনুকরণ করতে ব্যর্থ হয়েছেন। তবে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে হেরে যাবার পরও বিষ্ময়করভাবে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছিলেন মেসি। চার বছর পর অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে মাত্র একটি গোল করতে পেরেছিলেন মেসি।

ওই টুর্নামেন্টের শেষ ষোলর লড়াইয়ে চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। গ্রুপ পর্বেও ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। তবে সাত বারের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী তারকার এবারের স্বপ্ন অনেক উচুঁতে। মধ্যপ্রাচ্য থেকে শিরোপা নিয়ে ফিরতে চান তিনি।

গত বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয় করা আর্জেন্টিনার হয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও বাগিয়ে নিয়েছিলেন মেসি। এটি ছিল ২৮ বছরের ক্যারিয়ারে মেসির সেরা আন্তর্জাতিক সফলতা। তবে এর চেয়ে বড় সফলতা অর্জনের শেষ সুযোগ হচ্ছে কাতার বিশ্বকাপ।

গত মার্চে মেসি বলেছিলেন,‘ বিশ্বকাপ ভালো হবে নাকি খারাপ হবে সেটি  জানতে আমাকে অনেক কিছুরই পুনর্মুল্যায়ন করতে হবে। আশা করছি এটি ভালো যাবে। তবে আমাদেরকে অনেক কিছুরই পরিবর্তন ঘটাতে হবে।’ তথ্য সূত্র বাসস।