News update
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     
  • IAEA Chief Calls for Renewed Commitment to Non-Proliferation     |     
  • UN Aid Chief Warns Humanitarian Work Faces Collapse     |     

কাতার বিশ্বকাপের অধিনায়ক তারা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-16, 7:14pm




আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া ফিফা কাতার  বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দলের  গর্বিত অধিনায়করা নিজ নিজ  দেশকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন। যে গুরু দায়িত্ব কাঁধে নিয়ে তারা কাতারে খেলতে যাচ্ছেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করাই এখন তাদের সামনে মূল চ্যালেঞ্জ। 

কাতার বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর অধিনায়কের তালিকা :

গ্রুপ-এ :

কাতার : হাসান আল-হেডস

ইকুয়েডর : এনার ভ্যালেন্সিয়া

সেনেগাল : কালিদু কুলিবালি  

নেদারল্যান্ড : ভার্জিল ফন ডিক

গ্রুপ-বি :

ইংল্যান্ড : হ্যারি কেন

ইরান : এহসান হাসাফি

যুক্তরাষ্ট্র : ক্রিস্টিয়ান পুলিসিচ

ওয়েলস : গ্যারেথ বেল

গ্রুপ-সি :

আর্জেন্টিনা : লিওনেল মেসি

সৌদি আরব : সালমান আল-ফারাজ

মেক্সিকো : আন্দ্রেস গুয়াডারডো

পোল্যান্ড : রবার্ট লিওয়ানদোস্কি

গ্রুপ-ডি :

ফ্রান্স : হুগো লোরিস

অস্ট্রেলিয়া : ম্যাট রায়ান

ডেনমার্ক : সাইমন কায়ের

তিউনিশিয়া : ইউসেফ মাসাকনি

গ্রুপ-ই :

স্পেন : সার্জিও বাসকুয়েট

কোস্টা রিকা : ব্রায়ান রুইজ

জার্মানী : ম্যানুয়েল নয়্যার

জাপান : মায়া ইওশিদা

গ্রুপ-এফ :

বেলজিয়াম : এডেন হ্যাজার্ড

কানাডা : আটিবা হাচিনসন

মরক্কো, রোমেইন সাইস

ক্রোয়েলিয়া : লুকা মড্রিচ

গ্রুপ-জি : 

ব্রাজিল : থিয়াগো সিলভা

সর্বিয়া : ডুসান টাচিচ

সুইজারল্যান্ড : গ্রানিত জাকা

ক্যামেরুন : ভিনসেন্ট আবুবকর

গ্রুপ-এইচ

পর্তুগাল : ক্রিস্টিয়ানো রোনাল্ডো

ঘানা : আন্দ্রে আইয়ু

উরুগুয়ে : দিয়েগো গোডিন

দক্ষিণ কোরিয়া : সন হেয়াং-মিন তথ্য সূত্র বাসস।