News update
  • Emirates sees $4.7 billion record profit in 2023 after pandemic     |     
  • Hurting religious sentiment: ex-JnU student gets 5 years’ jail     |     
  • The price of eggs increased within a week      |     
  • More bodies found in Indonesia after flash floods killed dozens      |     
  • Cold lava sweeps villages near volcano, killing 37     |     

স্মার্টফোনে ফুটবল বিশ্বকাপ যেভাবে দেখা যাবে

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-20, 8:26am

resize-350x230x0x0-image-199686-1668890482-b0e1b69f31d21996bf5e0d05cce73aa31668911172.jpg




কাজের ব্যস্ততা কিংবা পথে-ঘাটে আড্ডার মাঝেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ। এজন্য কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব কিংবা স্মার্টফোনে প্লে-স্টোর থেকে জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করতে হবে। এটি ইনস্টল করলেই ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়লম ও তামিল ভাষায় দেখা যাবে বিশ্বকাপ। যার জন্য আবার কোনও খরচ দিতে হবে না গ্রাহককে।

রবিবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। দোহার ৬০ হাজার দর্শক ধারণক্ষমতা বেষ্টিত আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

বিশ্বকাপে আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২ দল অংশগ্রহণ করবে। একেক গ্রুপে থাকছে ৪ দল। প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। যেখানে পয়েন্ট টেবিলের সেরা দুই দল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট। সেই থেকে শুরু হবে নকআউট পর্ব। এই পর্বে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তৃতীয় স্থান ও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

কাতার বিশ্বকাপ রোববার (২০ নভেম্বর) শুরু হয়ে দোহার আটটি স্টেডিয়ামে ৬৪ ম্যাচের যুদ্ধ শেষে পর্দা নামবে ১৮ই ডিসেম্বর। বাংলাদেশ সময় বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ৯টা ও রাত ১টায় খেলাগুলো শুরু হবে।