News update
  • WHO Warns Global Surge in Antibiotic Resistance     |     
  • Dhaka stocks rebound after five-day losing streak     |     
  • Cox’s Bazar Airport Upgraded to International Status     |     
  • With $80 per capita Bangladesh is getting trappeded in climate debt     |     
  • Dhaka’s air recorded ‘unhealthy’ Monday morning     |     

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেনজেমা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-20, 5:11pm




বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে বড় ধাক্কা লেগেছে ফ্রান্স শিবিরে। অনুশীলনে বাম উরুতে চোট পেয়ে বিশ্ব কাপ থেকে ছিটকে গেছেন ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমা।

রিয়াল মাদ্রিদের ৩৪ বছর বয়সী এই তারকা এ মৌসুমে বেশ কয়েকবারই ইনজুরিতে পড়েছেন। বিশ্বকাপের আগে রিয়ালের শেষ ৬টি ম্যাচে আধাঘন্টাও খেলতে পারেননি বেনজেমা।

বিশ^কাপকে সামনে রেখে গতকাল শনিবার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেন। কাতারি চ্যাম্পিয়ন আল সাদের হোম গ্রাউন্ডের সেশনে ইনজুরিতে পড়লে পুরোটা শেষ করতে পারেননি। পরবর্তীতে ইনজুরির মাত্রা নির্নয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়। 

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) পরবর্তীতে এক বিবৃতিতে বলেছেন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে। আর একারনেই বিশ^কাপে তার খেলার কোন সম্ভাবনাই নেই।’

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যমের বরাত  দিয়ে এফএফএফ বিবৃবিতে বলেছে, ‘করিমের জন্য আমি সত্যিই অত্যন্ত দু:খিত। বিশ্বকাপ তার জন্য অনেক বড় একটি স্বপ্ন ছিল। নতুন এই দু:সংবাদ সত্তেও ফ্রান্সের বাকি দলের উপর আমার পূর্ন আস্থা আছে। আমাদের সামনে যে বিশাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সবাই মিলে তার মোকাবেলাই এখন মূল কাজ।’ 

বেনজেমার অনুপস্থিতিতে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ অলিভার গিরুদের উপর আক্রমনভাগের মূল দায়িত্ব এসে পড়েছে। যদিও এই দলে কিলিয়ান এমবাপ্পে ও আঁতোয়ান গ্রীজম্যানের মত পরীক্ষীত ফরোয়ার্ডরাও রয়েছেন। 

ফিফার আইনানুযায়ী প্রথম ম্যাচের আগে ইনজুরিগ্রস্থ কোন খেলোয়াড়ের বদলী খেলোয়াড় দলভূক্ত করা যাবে। সে কারনে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে দেশ্যমের সামনে সুযোগ আছে বেনজেমার বদলী খেলোয়াড় দলে নেবার। আল ওয়াকরাহ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ^কাপ যাত্রা শুরু করবে ফ্রান্স। গ্রুপ-ডি’তে তাদের পরবর্তী প্রতিপক্ষ তিউনিশিয়া ও ডেনমার্ক। ১৯৬২ সালে ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে পরপর দুটি বিশ^কাপ শিরোপা জয়ের হাতছানি এখন ফ্রান্সের সামনে। 

বেনজেমার আগেই ফ্রান্সের বিশ^কাপের প্রস্তুতিতে বড় বাঁধা এসেছিল আরো কিছু তারকাকে হারিয়ে। পল পগবা, এন’গোলো কান্তের মত মিডফিল্ডাররা আগেই ইনজুরির কারনে দল থেকে ছিটকে গেছেন। ব্যাক-আপ গোলরক্ষক মাইক মেইগনান ও সেন্টার-ব্যাক প্রিসনেল কিম্পেম্বেও ফিটনেস প্রমান ব্যর্থ হয়েছে। কাতারের উদ্দেশ্যে দেশত্যাগের আগ মুহূর্তে হাঁটুর ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আরবি লিপজিগ ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু। ইতোমধ্যেই এনকুকুর স্থানে ফ্রাংকফুর্টের ফরোয়ার্ড রান্ডাল কোলো মুয়ানিকে দলে নেয়া হয়েছে। 

ফিটনেস নিয়ে সমস্যায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানে। গত ২২ অক্টোবর চেলসির বিপক্ষে পায়ের ইনজুরিতে পড়েন ভারানে। 

আগামী মাসে ৩৫ বছরে পা রাখতে যাওয়া বেনজেমা গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৬ ম্যাচে ৪৪ গোল করে ব্যালন  ডি’অর পুরস্কার জয় করেছেন। তার সুবাদে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোা জিতেছে। এর আগে জাতীয় দল থেকে সাড়ে পাঁচ বছর নিষিদ্ধ থাকায় রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেননি বেনজেমা।