News update
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     
  • Arakan Army frees 12 Bangladeshi fishermen     |     

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-12-06, 9:19am

resize-350x230x0x0-image-202015-1670279428-42d889c2db1c61689043e2d4bd19c39f1670296741.jpg




মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ২২তম আসরে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যার ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানার্সআপ দল ক্রোয়েশিয়া।

আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

শেষ ষোলোয় দিনের প্রথম ম্যাচে এশিয়ার দেশ জাপানের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করেছিল ক্রোয়েশিয়া। এতে মরুর বুকে বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবুও দুই দল কোনো গোল আদায় করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে জাপানকে পেনাল্টিতে ৩-১ গোলে পরাজিত করে লুকা মদ্রিচের দল।

পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। ইনজুরি থেকে নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে এশিয়ান জায়ান্টদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। এদিন ব্রাজিলের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়র, রিচার্লিসন ও লুকাস পাকেতা।

বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ ২০০২ সালে জাপান-কোরিয়া বিশ্বকাপে শিরোপা জিতেছিল। অন্যদিকে ক্রোয়েশিয়া গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপা জলাঞ্জলি দিয়েছিল ইউরোপের দেশটি। ফলে কাতার বিশ্বকাপে শিরোপা থেকে তিন ম্যাচ দূরে রয়েছে তারা। এখন দেখার অপেক্ষা কোন দল পরবর্তী রাউন্ডে এগিয়ে যায়। তথ্য সূত্র আরটিভি নিউজ।