চলতি কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ভার্জিল ফান ডাইকের ডাচদের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে।
তাই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দল মাঠে নামার আগে সমর্থকদের মনে প্রশ্ন এই ম্যাচে ফেভারিট কে? পরিসংখ্যান অনুযায়ী, নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ বারের মুখোমুখি দেখায় কিছুটা পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা। যেখানে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে ডাচরা। লে আলবিসেলেস্তেদের ৩ জয়ের বিপরীতে ডাচরা জিতেছে ৪টি ম্যাচ, ড্র হয়েছে ২টি ম্যাচ।
বিশ্বকাপের মঞ্চে আবার সমানে সমান দুই দল। বিশ্ব আসরে এর আগে পাঁচবার দেখায় নেদারল্যান্ডস দুইটি ম্যাচ জিতেছে, আর্জেন্টিনাও দুটি। একটি ম্যাচ হয়েছে ড্র। তবে সবশেষ দুই দলের দেখায় জয় পেয়েছিল আর্জেন্টিনা। ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে ডাচদের কাঁদিয়ে ফাইনালে নাম লেখায় লিওনেল মেসির দল। তথ্য সূত্র আরটিভি নিউজ।