বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গোলাম রব্বানী ছোটন।
গত বছর নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে তার অধীনে শিরোপা জেতে সাবিনা খাতুনরা।
তবে সাফজয়ী এই কোচ আগামী মাস থেকে আর এই পদে থাকবেন।
শুক্রবার (২৬ মে) বিকেলে বাংলাদেশ নারী ফুটবল দল থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা নিজেই নিশ্চিত করেছেন গোলাম রব্বানী ছোটন। তথ্য সূত্র আরটিভি নিউজ।