News update
  • Walton installs country’s largest floating solar power plant     |     
  • Dhaka in heat trap; shining skyline overlooks viable designs     |     
  • Cyclone Montha forms in Bay, warning signal no. 2 issued     |     
  • Trump Heads to Japan Ahead of Key China Talks     |     
  • Walton Unveils Bangladesh’s Largest Floating Solar Plant     |     

মেসিকে ছাড়া যেমন হবে আর্জেন্টিনার একাদশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-09-12, 6:49pm

images-59b514174bffe4ae402b3d63aad79fe01694522960.jpeg




ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি বাহিনীর প্রতিপক্ষ বলিভিয়া। এবার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৬৫০ ফিট উঁচুতে অবস্থিত লা পাজে খেলবে কাতার বিশ্বকাপজয়ীরা। এই মাঠে খেলা যেকোনো দলের জন্যই ভয়ানক। যে কারণে ম্যাচের আগেই পোর্টেবল অক্সিজেন নিয়ে সেখানে পাড়ি জমিয়েছেন মেসিরা।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৩তম স্থানে অবস্থান বলিভিয়ার। সর্বশেষ কোপা আমেরিকার ২০২১ আসরে ৪-১ ব্যবধানে তাদের বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা। তবে লা পাজে বিবেচনায় কিছুটা শঙ্কা থাকছেই আকাশি-নীল শিবিরের। কেননা, এই মাঠে ৬-১ গোলে বিধ্বস্ত হবার রেকর্ডও রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

পরিবেশ বিবেচনায় এই ম্যাচে আর্জেন্টাইনদের দুশ্চিন্তার আরেক নাম লিওনেল মেসি। এই ম্যাচে তাকে পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। মাংসপেশিতে হালকা টান অনুভব করায় ঘরের মাঠে আগের ম্যাচের শেষ দিকে উঠে গিয়েছিলেন তিনি। তাই এই ম্যাচে ৩৬ বছর বয়সী এই তারকা খেলবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে এই ম্যাচে বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়া বেগ পাওয়ার কথা না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির। দায়িত্ব পরপরই বিভিন্ন সময়ে মেসিকে ছাড়াই দলের ভারসাম্য আনার চেষ্টা করেছিলেন তিনি। এই ম্যাচেও তেমনটাই দেখা যেতে পারে। তাই পরিস্থিতি বিবেচনায় এই ম্যাচে ৪-৩-৩ কিংবা ৫-৩-২ ফরমেশনে খেলতে পারে আর্জেন্টিনা।

৪-৩-৩ ফরমেশনে আগের মতোই নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি এবং নিকোলাস টালিয়াফিকোকে দেখা যেতে পারে। বিশ্রাম দেওয়া হতে পারে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে।

লিসান্দ্রো পারেদেসকে দেখা যেতে পারে রদ্রিগো ডি পল ও এঞ্জো ফার্ন্দান্দেজের সঙ্গে। আক্রমণভাগে থাকবেন ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজ। তবে মেসির পরিবর্তে নিকোলাস গঞ্জালেস এবং লাউতারোর বদলি হিসেবে আলভারেজকে দেখা যেতে পারে।

অন্যদিকে ৫-৩-২ ফরমেশনে খেললে ডিফেন্সে লিসান্দ্রো মার্টিনেজের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাঝমাঠে দেখা মিলবে লাউতারো-আলভারেজ জুটি। এক্ষেত্রে সাবস্টিটিউট হিসেবে খেলতে পারেন মেসি-মারিয়ারা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস টালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্ন্দান্দেজ, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ান আলভারেজ এবং এমিলিয়ানো মার্টিনেজ। তথ্য সূত্র আরটিভি নিউজ।