
প্রায় ৯ ঘণ্টার এক সংক্ষিপ্ত সফরে বুধবার (১৮ অক্টোবর) ঢাকা আসেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো। সফরসূচি অনুযায়ী তিনি সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
ঢাকা এসে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্ত।
সাক্ষাতের সময় ধানমন্ত্রীকে নিজের স্বাক্ষর সম্বলিত ব্রাজিলের জার্সি উপহার দেন রোনালদিনহো। আর রোনালদিনহোকে নৌকা প্রতীক উপহার দেন প্রধানমন্ত্রী।
এরপর সেখান থেকে বের হয়ে হোটেলে ফিরে যান তিনি। এরপর রাতে দেখা করেন বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের অধিনায়কের সঙ্গে।
মধ্যরাতে দুবাই ফিরে যাওয়ার কথা রয়েছে কিংবদন্তি এই ফুটবলার।