News update
  • BUET team awarded for early breast cancer screening system     |     
  • Greater worker-owner bonhomie needed to speed up dev: Yunus     |     
  • Dhaka’s Rickshaws: The untold mystery of their numbers     |     
  • Historic May Day today - Thursday     |     
  • 248 arrested, illegal nets seized in 6-day drive: River Police     |     

জরিমানা থেকে বাঁচলেন নেইমার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-04-13, 10:19am

oeuoqirpipqo-d5f393838e822eeffaf0fa5114482e411712982046.jpg




পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করে নিজের বাড়িতে লেক বানানোয় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। এবার ব্রাজিলের একটি আদালত তার সেই জরিমানা মওকুফ করেছে।

সংবাদসংস্থা এএফপিকে বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো জানিয়েছেন, আদালতের রুল হাতে পেয়েছেন। নিজের বাড়িতে নেইমারের লেক বানানোর জন্য কোনো পরিবেশবিষয়ক লাইসেন্সের দরকার নেই।

এর আগে, মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় নেইমারকে জরিমানা করেছিল। তাদের অভিযোগ ছিল, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করা হয় এবং যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে পর্যটন এলাকা মানগারাতিবায় ২০১৬ সালে প্রায় ১০ হাজার বর্গমিটার আয়তনের বাড়িটি কেনেন নেইমার। ওই বাড়িতে হেলিকপ্টার, স্পা ও জিম রয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।