News update
  • Food prices soar as Israel blocks aid into Gaza     |     
  • Two expats die in Chandpur road accident     |     
  • Palestinians hope Oscar-winning No Other Land brings support     |     
  • Build a humane society without unclaimed dead bodies: Yunus     |     
  • Ensure due process in criminal cases, probe revenge violence     |     

স্কটল্যান্ডের জালে গোল উৎসবে ইউরো মিশন শুরু জার্মানির

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-06-15, 7:36am

sgsdsg-e2195fc0fd7ee566309e438f8568ad581718415416.jpg




স্কটল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে ইউরো মিশন শুরু করেছে জার্মানি। প্রথমার্ধে ৩ আর দ্বিতীয়ার্ধে করা দুই গোলে ৫-১ ব্যবধানে জিতেছে তিনবারের চ্যাম্পিয়নরা।

মিউনিখে ২০২৪ ইউরোর উদ্বোধনী ম্যাচটিতে জার্মানদের হয়ে প্রথম গোল করেন লেভারকুসেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস। আর দ্বিতীয় গোল করেন বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা। এই দুই গোল করে দুই জনই গড়েছেন অনন্য রেকর্ড।

জার্মানির হয়ে আজকের প্রথম গোল করা ভির্টৎসের বয়স ২১ বছর ৪২ দিন। আর দ্বিতীয় গোল করা জামাল মুসিয়ালার বয়স ২১ বছর ১০৯ দিন। ইউরোর ইতিহাসে এই প্রথম একই ম্যাচে কোনো দলের ২১ বছর বা আশপাশের কম বয়সী দুজন খেলোয়াড় গোল করে রেকর্ড গড়েছেন।

এই দুই ফুটবলারের পাশাপাশি ম্যাচে জার্মানির হয়ে আরও দুটি গোল করেন হাভার্টজ ও নিকলাস ফুলক্রুগ।

অন্যদিকে ৮৭ মিনিটে স্কটল্যান্ডের ম্যাককেন্নার হেড জার্মানির আন্টোনিও রুডিগারের গায়ে লেগে জালে জড়ায়। আত্মঘাতী গোলে ব্যবধান কমে হয় ৪-১। তবে অতিরিক্ত সময়ে এমরে চানের গোলে ব্যবধান বেড়ে হয় ৫-১। সময় সংবাদ