News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

নেইমারকে বিশ্বসেরা বানাতে চেয়েছিলেন মেসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-01-18, 8:40am

1f4a657190dc4e4fbba1c855e76837d7066d941c86848133-e9a9e40fcabb4787d75f3030e2a543c91737168018.jpg




নেইমার বার্সেলোনা ছেড়েছিলেন বড় অঙ্কের টাকার পানে চেয়ে। এটা ধ্রুব সত্যই। বলা হয়ে থাকে, মেসির ছত্রছায়ায় থাকতে না চাওয়াও একটা বড় কারণ। কিন্তু নেইমার ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছেন।

বার্সেলোনায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল মেসি-নেইমার জুটি। প্রতি মৌসুমে একশর বেশি গোল অ্যাসিস্টে অবদান রাখছিলেন তারা। এই জুটি ভেঙে নেইমার বার্সেলোনার সঙ্গে চার বছরের সম্পর্ক ছিন্ন করে ২০১৭ সালে পিএসজিতে গাটছড়া বেঁধেছিলেন। চলে যেতে তিনি চাননি, তবুও যান। চলে যান মেসির প্রতিশ্রুতির পরও। নেইমার চলে যাবেন শুনে তাকে বিশ্বসেরা বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর।

বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন আল হিলাল তারকা। স্বদেশি রোমারিওর সঙ্গে এক পডকাস্টে নেইমার বলেন, আমি বার্সেলোনা ছাড়তে চাইনি। কারণ আমি বিশ্বসেরা হতে চেয়েছিলাম। চলে যাওয়ার এক সপ্তাহ আগে মেসি জানতে চেয়েছিল কেন দলত্যাগ করছি। বলেছিল, ‘তুমি কেন বার্সেলোনা ছাড়ছো? বিশ্বসেরা হতে চাও? আমি তোমাকে বিশ্বসেরা বানাব।’

নেইমার স্বীকার করেছেন, টাকা-পয়সা তার দলবদলের অন্যতম একটা কারণ। তিনি বলেন, আমি তাকে বলি, ব্যাপারটা তেমন নয়। এটা খেলার চেয়ে বেশি ব্যক্তিগত। অবশ্যই, বার্সেলোনার চেয়ে সেখানে অর্থ বেশি ছিল।

নেইমার বার্সেলোনা ছাড়ার সময় পিএসজিতে খেলছিলেন একঝাঁক ব্রাজিলিয়ান তারকা। ছিলেন থিয়াগো সিলভা, দানি আলভেজদের মতো অভিজ্ঞরা, এটাও তার পিএসজিতে পাড়ি জমানোর একটা কারণ। নেইমার বলেন, অধিকন্তু, সেখানে একঝাঁক ব্রাজিলিয়ান খেলোয়াড় ছিল। থিয়াগো সিলভা, দানি আলভেজ, মার্কুইনহোস, লুকাস মৌরা; ওরা সবাই আমার বন্ধু। তাদের সঙ্গে খেলতে চেয়েছিলাম, সে কারণেই দল ছাড়ার রোমাঞ্চে রাজি হই। কিন্তু আমি বিশ্বসেরা হওয়ার জন্য বার্সেলোনা ছাড়িনি। সময়