নভেম্বরে টানা দুই হার দিয়ে লিগ শেষ করা ইন্টার মায়ামি প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিল। প্রাক মৌসুমের প্রস্তুতিটা ভালোই হচ্ছে লিওনেল মেসির দলের, আজ তারা অলিম্পিয়াকে হারাল বড় ব্যবধানে।
মেসি-সুয়ারেজদের গোলে অলিম্পিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে মায়ামি। প্রীতি ম্যাচে এটা তাদের টানা চতুর্থ জয়। কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপ শুরু হওয়ার আগে তারা আরও একটি ম্যাচ খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে। অরল্যান্ডো ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।
হন্ডুরাসে সুয়ারেজ ও মেসির কাড়িকুড়িতে ২৭ মিনিটে এগিয়ে যায় মায়ামি, গোলদাতা মেসি। প্রথমার্ধে আরও দুটি গোল করে মায়ামি, দুটির সহায়তাকারীই মেসি। ৪৪ মিনিটে মেসির করা অ্যাসিস্টে গোল করেন ফেদেরিকো রেদোনদো, আর প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেন।
দ্বিতীয়ার্ধে স্কোর বোর্ডে নাম তুলেন সুয়ারেজ ও রায়ান সেইলর। ফলে বড় জয়ই নিশ্চিত হয় তাদের।
এখন পর্যন্ত দারুণ প্রাক মৌসুম কাটানো মায়ামি কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে স্পোর্টিং কেসির বিপক্ষে। ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিউইর্য়ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু হবে তাদের।