News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

১৫ ম্যাচ পর আর্সেনালের হার, আগে গোল করেও হারল চেলসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-02-23, 7:43am

2951f7dd3e99364276e59c4a94db36f832dc3c1b50970672-6d4a5f3bea682160b243f21e2ad52b711740275003.jpg




অ্যাস্টন ভিলার সঙ্গে ড্র করে লিভারপুল পয়েন্ট হারানোয় আর্সেনালের সামনে সুযোগ এসেছিল পয়েন্ট ব্যবধান কমানোর। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আর্সেনাল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে এবার হেরে গেছে গানাররা। তাতে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল তারা। একই দিনে হারের স্বাদ পেয়েছে চেলসিও। শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হারের দেখা পাওয়া চেলসি এবার হেরেছে অ্যাস্টন ভিলার কাছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন জারড বোয়েন। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের মাইলস লেউইস-স্কেলি।

ঘরের মাঠে বলের দখলে এগিয়ে ছিল আর্সেনাল। আক্রমণও করেছে বিস্তর। কিন্তু আক্রমণের ঢেউ ওয়েস্ট হ্যামের গোলমুখে গিয়ে বারবার থিতিয়ে পড়েছে। ১৯টি শট নিয়ে মাত্র ২টি শট লক্ষ্যে রাখতে পারে গানাররা। অন্যদিকে ওয়েস্ট হ্যাম মাত্র ৫টি শট নিয়েই ২টি শট লক্ষ্যে রাখে।

ইনজুরির কারণে জোড়াতালি দিয়ে আক্রমণভাগ সাজানোর খেসারত দিতে হয়েছে আর্সেনালকে। একের পর এক আক্রমণ ভেস্তে গেছে গানাররা। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হওয়ার পথে ছিল। কিন্তু ৪৪ মিনিটে জারড বোয়েন গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

এর আগে অবশ্য ৫৬ মিনিটে বদলি হিসেবে নেমে ৭৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লেউইস-স্কেলি।

গত বছরের নভেম্বরের পর লিগে এই প্রথম হারের মুখ দেখল আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারার পর টানা ১৫ ম্যাচে অপরাজিত ছিল গানাররা।

আর্সেনাল এই হারে ২৬ ম্যাচ শেষে ১৫ জয় ও ৮ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

২৬ ম্যাচে ৮ জয় ও ৬ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ওয়েস্ট হ্যাম।

এদিকে আগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ড্র করা অ্যাস্টন ভিলা এবার চেলসিকে হারিয়ে দিয়েছে। ধারে পিএসজি থেকে যোগ দেয়া মার্কো অ্যাসেনসিওর জোড়া গোলে ভর করে চেলসিকে ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা।

এদিন অবশ্য প্রথমে গোলের দেখা পায় চেলসিই। নবম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ গোল করে এগিয়ে দেন ব্লুদের। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এই শীতে ধারে দলে যোগ দেয়া দুই তারকায় ভর করে। বদলি নামা মার্কাস রাশফোর্ড দুটি গোলই বানিয়ে দেন। এই ইংলিশম্যানের বানিয়ে দেয়া বল থেকেই ৫৭ ও ৮৯ মিনিটে গোল দুটি করেন অ্যাসেনসিও।

২৭ ম্যাচে ১১ জয় ও ৯ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে ১২ জয় ও ৭ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে ভিলার ঠিক আগের স্থানে চেলসি।