News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

দল থেকে ছিটকে গিয়ে যে বার্তা দিলেন মেসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-03-18, 8:21pm

ewrewrew-9ec2a1674b0cdcd5fd0918772a026a571742307688.jpg

ইনজুরির কারণে উরুগুয়ে ও আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না মেসির। ছবি: ইন্টার মায়ামি



ইনজুরিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে না থাকার বেদনায় পুড়ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বাছাই পর্বে সবচেয়ে শক্ত দুই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে আলবিসেলেস্তেরা তাকে পাচ্ছে না। বাধ্য হয়ে বাস্তবতা মেনে নিতে হচ্ছে মেসিকে। তবে, দ্রুততম সময়ের মধ্যেই মাঠে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আর দশজন পাঁড় সমর্থকের মতোই আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবেন উরুগুয়ে আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটিতে।

আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে মেসির ইনজুরি। আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ২৪ ঘন্টারও কম সময় আগে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন মেসি, পেয়েছেন ১টি গোলও। কিন্তু সবাইকে বিস্মিত করেছে এরপরও মেসিকে ছাড়াই কোচ লিওনেল স্ক্যালোনি দল ঘোষণা করায়। পরে নিশ্চিত করা হয়েছে–ইনজুরির কারণে নেই আলবিসেলেস্তেদের মহাতারকা।

যদিও মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরি গুরুতর নয় মোটেও। লোয়ার গ্রেডের ইনজুরি চাইলেই ২৫ মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে মাঠে নামার ঝুঁকি নিতে পারতেন। তবে বয়স, ভবিষ্যৎ ক্যারিয়ার আর ওয়ার্কলোডের ভাবনায় ক্লাব থেকে দেয়া হয়নি ছাড়পত্র, ঝুঁকি নেয়নি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও।

তবে, অধিনায়ক বলে কথা, তাই দলে না থাকলেও, মেসি থাকছেন সমর্থক হয়ে । গলা ফাটাবেন আর পাঁচজন সমর্থকের মতোই। অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর সমর্থকদের জন্য ইনস্টাগ্রামে একটা বার্তা দিয়েছেন মেসি। জানিয়েছেন আক্ষেপ, 'এটা খুবই হতাশার যে, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে উরুগুয়ে আর ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে আমি খেলতে পারছি না। সত্যি বলতে সবসময়ের মতোই আমি থাকতে চেয়েছিলাম। তবে শেষ মুহূর্তের চোট, আপাতত আমাকে মাঠের বাইরে রাখছে। যদিও চোট খুব একটা গুরুতর নয়। অন্য সব সমর্থকের মতোই এখান থেকেও আমি দলকে সমর্থন করব এবং গলা ফাটাব। এগিয়ে যাও আর্জেন্টিনা।'

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কনমেবল অঞ্চলে টেবিল টপার হলেও খুব একটা ছন্দে নেই আর্জেন্টিনা। নিজেদের সবশেষ ৫ ম্যাচে দুই হারের সঙ্গে আছে ১ ড্র। তাইতো শনিবার মন্টেভিডিওতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ এসিড টেস্ট আলবিসেলেস্তেদের। আর বুধবার ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে সুপার ক্ল্যাসিকো।