News update
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

হামজা বাংলাদেশের মেসি: জামাল ভূঁইয়া

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-03-19, 10:18pm

376e7e5dcbb5deaae960df3e8e752a8739e585c80b6ece19-af2d314d238de881ebf693dd798e953b1742401133.jpg




বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় খেলতে দেখাটা অকল্পনীয় ব্যাপার বটে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই দেশের ফুটবলের সমর্থকদের এই অভিজ্ঞতা হবে। মোহামেদ সালাহ, আর্লিং হলান্ড, কোল পালমাররা যে লিগ মাতাচ্ছেন, সেই প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেছেন হামজা চৌধুরী। এই মুহূর্তে অবশ্যয় তিনি খেলছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এতো বড় খেলোয়াড়ের বাংলাদেশের হয়ে খেলাটা পুরো দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতেও অকল্পনীয় ব্যাপার।

জাতীয় দলে প্রথম প্রবাসী ফুটবলার ছিলেন জামাল ভূঁইয়া। তার দেখানো পথে 

বাংলাদেশ দলে প্রবাসী খেলোয়াড়দের পথচলার শুরুটা হয়েছিল জামাল ভূঁইয়াকে দিয়ে। ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেনের একাডেমি থেকে উঠে আসা এই মিডফিল্ডারের পর আরও বেশ কয়েকজন প্রবাসী খেলোয়াড় জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। তারিক কাজী, শাহ কাজেম আছেন এই তালিকায়। এবার সেই পথ ধরেই বাংলাদেশের জার্সি গায়ে তুলছেন হামজা চৌধুরী। লেস্টার সিটি ও শেফিল্ড ইউনাইটেডে খেলা মিডফিল্ডারের অভিষেক হতে পারে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে।

তার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হামজাকে পরিচয় করিয়ে দিয়েছে বাফুফে। সংবাদ সম্মেলনে হামজার সঙ্গে উপস্থিত ছিলেন তার জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। বাংলাদেশের অধিনায়কের চোখে হামজাই আমাদের লিওনেল মেসি।

সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির সঙ্গে তুলনা টেনে জামাল বলেন, ‘আপনারা সবাই খুশি, কারণ হামজা আসছে। আসলে আমি যেটা (ডেনমার্ক থেকে বাংলাদেশে আসা) শুরু করেছি, সেটা অন্য ফুটবলারদের জন্য প্রেরণা জুগিয়েছে। তারা আসছে বাংলাদেশের হয়ে খেলতে। আর হামজা তো বাংলাদেশের মেসি।’

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে পাল্লা দিয়ে জাতীয় দলের হয়ে গোল করা সুনীল ছেত্রী দক্ষিণ এশিয়ার বড় তারকা। বাংলাদেশের হয়ে হামজার খেলা নিশ্চিত হওয়ার পর অবসর ভেঙে ফিরেছেন তিনি। হামজার সঙ্গে সুনীলের তুলনা টানতেও নারাজ হামজা। উল্টো মনে করিয়ে দিয়েছেন–হামজা ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা তারকা।

তিনি বলেন, ‘সে (সুনীল) ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড় তো নয়। আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় (হামজা) আছে।’

বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও কখনোই জাতীয় দলের হয়ে খেলার স্বাদ অনুভব করতে পারেননি হামজা। অবশেষে সেই অভিজ্ঞতা হতে যাচ্ছে তার। জামালদের কাছে তাই তার শেখার আছে বলেও মনে করেন। সংবাদ সম্মেলনে হামজা বলেন, ‘জামালসহ অনেকে জাতীয় দলে অনেক দিন ধরে খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।’ সময়।