News update
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     

মিষ্টি হাসিতে মুগ্ধতা ছড়ালেন ফারিণ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-03-19, 10:21pm

20c1797acf5b69f35be5a49113460192fb27ff56849e5833-e746d29f343f9b783aacf784d4628b251742401280.jpg




ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার অভিনয় দক্ষতা দিনে দিনে ছাড়িয়ে যাচ্ছেন অনেক দূর। অভিনেত্রীর বিনয়ী আচরনের জন্য দর্শকের প্রশংসায় থাকেন সবসময়। এবার তার মিষ্টি হাসি দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।

কাজ, অভিনয় ছাড়াও ফেসবুকে সরব থাকেন ফারিণ। সম্প্রতি লাল একটি পোশাক পরে মিষ্টি হাসিতে স্নিগ্ধতা ছড়ালেন অভিনেত্রী।

তার শেয়ার করা ছবিতে দেখা গেছে, খোলা চুলে মিষ্টি হাসিতে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন।

ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‘মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে।’

মিষ্টি হাসির ছবি দেখে কমেন্ট বক্সে নেটিজেনরা ফারিণের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘অসাধারণ লাগছে, অনেক অনেক ভালোবাসা রইলো।’ 

আরেকজনের ভাষ্য, ‘মিষ্টি হাসি মাশাআল্লাহ আপু।’

তাসনিয়া ফারিণ ছোটপর্দায় তার জায়গাটা পাকাপোক্ত করে বড়পর্দায়ও কাজ শুরু করেছেন। জানা গেছে, অভিনেতা শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে নতুন এক সিনেমায়। এতে চমক দেখাবেন গুণী অভিনেতা মোশাররফ করিমও। সময়।