News update
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     
  • BNP to Get 38.76% Votes, Jamaat 21.45%, NCP 15.84%     |     
  • Bangladesh’s Democratic Promise Hangs in the Balance     |     
  • World War III to start with simultaneous Xi, Putin invasions?      |     
  • Election delay anti-democratic, against July-August spirit      |     

ক্যাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফের কর্মকর্তা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-14, 5:56pm

img_20250614_175348-72b8d42a120fd96c5888f48b7b220eef1749902173.jpg




সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর কোচ হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সমর্থক মহলে অসন্তোষের মাঝেই এবার সরাসরি তার পদত্যাগ দাবি করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন।

শনিবার (১৪ জুন) রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে কাবরেরাকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন শাহীন।

এই সময় শাহীন বলেন, জাতীয় দল কমিটির সদস্য হিসেবে আমি কাবরেরার পদত্যাগ চাচ্ছি। তাকে সরিয়ে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

টানা ব্যর্থতায় কোচের ওপর চাপ বাড়ছেই। তবে এখনই কাবরেরাকে বরখাস্ত করছে না বাফুফে। কারণ, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে। বরখাস্ত করলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে ফেডারেশনকে।

তবে বাফুফে সূত্র জানায়, পরবর্তী জাতীয় দল কমিটির সভায় কাবরেরার কাছে সিঙ্গাপুর ম্যাচে হারের ব্যাখ্যা চাওয়া হবে। এরপরই নেওয়া হতে পারে ভবিষ্যৎ সিদ্ধান্ত। 

কাবরেরার অধীনে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে বহুদিন ধরেই। নতুন করে সিঙ্গাপুর ম্যাচে হারের পর সেই ক্ষোভ যেন আরও চরমে পৌঁছেছে।