News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান আর্জেন্টিনার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-08-02, 5:49pm

0ecc9c9b673b5d56c12648d9428671b12558564a7c74ddb8-eb47d2978ead0a0e0eab11e0f815cb4c1754135342.jpg




শেষদিকের পেনাল্টি ভাগ্যে লড়াইয়ে টিকে থাকে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টান টান উত্তেজনার সে ক্ষণে গোলরক্ষক সোলানা পেরেইরার নৈপুণ্যে উরুগুয়েকে হারিয়ে নারী কোপা আমেরিকার তৃতীয় স্থান অর্জন করে আলবিসেলেস্তেরা।

শনিবার (২ আগস্ট) ভোরে নারী কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোল সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় ইয়ামিলা রদ্রিগেজরা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আসরের তৃতীয় হয়ে মিশন শেষ করলো আলবিসেলেস্তেরা।

ব্রাজিলের বাইরে নারী কোপা আমেরিকার একমাত্র শিরোপাধারী দল আর্জেন্টিনা। শেষবার ওই ২০০৬ সালেই ফাইনাল খেলেছিল তারা। টুর্নামেন্টটিতে ১৯ বছরের শিরোপা খরা কাটানোর মিশন নিয়ে এবার নেমেছিল তারা। শুরুটাও ছিল আশা জাগানিয়া। গ্রুপ পর্বের ৪ ম্যাচের সবকটি জিতে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। কিন্তু সেরা চারের লড়াইয়ে ভাগ্য সহায় হয়নি তাদের।

গত ২৯ জুলাই সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম পাঁচ শট পর্যন্ত লড়াইয়ে থাকলেও ষষ্ঠ শট মিস করে বাদ পড়ে তারা। ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। শিরোপার লড়াইয়ে রোববার ভোরে তারা মুখোমুখি হবে ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের।

এদিকে ফাইনাল নিশ্চিত করতে ব্যর্থ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঠিকই ভাগ্যের সহায়তা পেয়েছে আর্জেন্টিনার মেয়েরা। এদিন ২৪তম মিনিটে বাঁ কর্নার থেকে মার্টিনের ক্রস গোলমুখে পেয়ে দলকে লিড এনে দিয়েছিলেন আলদানা কমেত্তি। তবে তাদের লিড ১০ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ৩৫তম মিনিটে ডি-বক্সের অনেক বাইরে থেকে ভিয়েরা আলজুয়েতার ক্রস গোলমুখে পেয়ে ভলি শটে জালে জড়ান এসপেরানজা পিজারো। এ দুই ফুটবলারের কল্যাণে বিরতির ঠিক আগে লিডও তুলে নেয় উরুগুয়ে। এবার অ্যাসিস্টের ভূমিকায় পিজারো। বক্সের ডান কোণা থেকে তার পাস পেনাল্টি এরিয়ার কাছে অরক্ষিত অবস্থায় পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান আলজুয়েতা।

ম্যাচের ৮২তম মিনিট পর্যন্ত এ লিড ধরে রেখে জয়ের পথে হাঁটছিল উরুগুয়ে। কিন্তু সর্বনাশটা করে বসেন ডিফেন্ডার স্টেফানি ত্রিগার্তেন। ডি-বক্স লাইনে আর্জেন্টিনার ক্যারোলিনা ত্রোনকোসোকে অপ্রয়োজনীয় ফাউল করে পেনাল্টি উপহার দেন তিনি। যদিও গুরুতর কোনো ফাউল ছিল না, কিন্তু রেফারির বাঁশি আওয়াজ দেয় আলবিসেলেস্তেদের পক্ষে। সুযোগ হাতছাড়াও করেনি তারা। সফল স্পটকিকে ৮৩তম মিনিটে দলকে সমতায় ফেরান ফ্লোরেনসিয়া বোনসেগুন্দো। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

যেখানে আলবিসেলেস্তেদের জন্য ত্রাণকর্তা হয়ে দাঁড়ান গোলরক্ষক সোলানা। উরুগুয়ের নেয়া পাঁচ শটের মধ্যে দ্বিতীয় শটটি ঠেকিয়ে ব্যবধান গড়ে দেন তিনি। অন্যদিকে সবগুলো শট জালে জড়াতে সক্ষম হয় আর্জেন্টিনার মেয়েরা। তাতে ৫-৪ ব্যবধানে জয় তুলে তৃতীয় স্থান অর্জন করে নেয় আলবিসেলেস্তেরা।