পিএসজির গত মৌসুমটা কতটা ভালো কেটেছে তা ফুটবল ভক্ত মাত্রই জানেন। উসমান ডেম্বেলে, আশরাফ হাকিমিদের দাপটে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছে তারা, জিতেছে লিগও। এই পিএসজির বিপক্ষে ফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকা কোনো দলের জন্য কতটা আনন্দের, তা খেলোয়াড় ও ওই দলের সমর্থকরা ভালো বলতে পারবেন।
৮৪ মিনিটে আনন্দের ব্যাপারে টটেনহ্যামের সমর্থকদের জিজ্ঞেস করলে হয়তো তারা হেসে হেসেই জবাব দিতেন। সেই হাসি ম্যাচ শেষে আর থাকেনি। শেষ ১০ মিনিটের ঝড়ে টটেনহ্যামের কাছ থেকে উয়েফা সুপার কাপের শিরোপা কেড়ে নিয়েছে পিএসজি। শেষ ১০ মিনিটে ২ গোল শোধ করে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতেছে তারা।
ইতালির ব্লুনার্জি স্টেডিয়ামে ৩৯ মিনিটে কাছ থেকে নেওয়া পালহিনহার শটে বল প্রথমে পিএসজি গোলরক্ষকের হাতে ও পরে পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়ে নির্ভুল শটে টটেনহ্যামকে এগিয়ে দেন মিকি ফন ডি ভিন। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার অল্প পরে আরও একটি গোল দেয় তারা।
এ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরে নেমেছিলেন আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরো। সন হিউং-মিন টটেনহ্যাম ছাড়ায় তার কাঁধে উঠে নেতৃত্বের ভারত। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচে গোলও করলেন তিনি। ৪৮ মিনিটে ফ্রি কিকে উড়ে আসা বলে হেড করেন তিনি। পিএসজির নবাগত গোলরক্ষক লুকাস শেভেলিয়ের বল স্পর্শ করতে পারলে ঠেকাতে পারেননি।
এরপর পিএসজি একের পর এক আক্রমণ শাণিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল। অবশেষে ৮৫ মিনিটে প্রথম গোলটি শোধ করেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার লি কাং-ইন। ভিতিনহার পাসে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। যোগ করা সময়ের ৪ মিনিটে আশরাফ হাকিমির তৈরি করে দেওয়া সুযোগ ধরে গনকালো রামোসকে গোলে সহায়তা করেন ডেম্বেলে। ফলে প্রস্তুত হয় টাইব্রেকারের মঞ্চ।
টাইব্রেকারে টটেনহ্যামের প্রথম শটের বিপরীতে মিস করে বসেন ভিতিনহা। পিএসজি অবশ্য এরপর আর কোনো মিস করেনি, টটেনহ্যাম করে ২টি, একটি যায় পোস্টের বাইরে দিয়ে, আরেকটি ফিরিয়ে দেন শেভিলিয়ের।